Last Updated: May 28, 2013 11:40

আজ ফের বারুইপুর আদালতে নিয়ে আসা হল সুদীপ্ত সেন, অরবিন্দ সিং চৌহান ও দেবযানী মুখার্জিকে। গত ২২ এপ্রিল মানিক চক্রবর্তী নামে সারদার এক এজেন্ট, বারুইপুর থানায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। গত ১৯ তারিখ, সেই অভিযোগের ভিত্তিতেই সারদার কর্ণধারকে বারুইপুর আদালতে পেশ করে পুলিস।
৪০৬, ৪২০, ১২০ বি এবং ৩৪ আইপিসিতে সুদীপ্তর বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিস। চিটফান্ড অ্যান্ড মানি লন্ডারিং অ্যাক্টের চার ও সাত নম্বর ধারায় সুদীপ্তর বিরুদ্ধে মামলা রুজু হয়। আদালত সুদীপ্ত সেনের দশদিনের হেফাজত মঞ্জুর করেছিল। পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ।
First Published: Tuesday, May 28, 2013, 11:40