Last Updated: Tuesday, June 25, 2013, 14:40
অলিম্পিকে পদক জয়ী বক্সার মেরি কমের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেইজন্য প্রতিদিনই কঠোর ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। তাই পিগিকে রিল্যাক্সিং টেকনিক শেখাতে সাইকোথেরাপিস্ট রেখেছেন পরিচালক উমঙ্গ কুমার।