চব্বিশ ঘণ্টা প্রিয়াঙ্কার সঙ্গী মনোবিদ

চব্বিশ ঘণ্টা প্রিয়াঙ্কার সঙ্গী মনোবিদ

চব্বিশ ঘণ্টা প্রিয়াঙ্কার সঙ্গী মনোবিদ অলিম্পিকে পদক জয়ী বক্সার মেরি কমের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেইজন্য প্রতিদিনই কঠোর ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। তাই পিগিকে রিল্যাক্সিং টেকনিক শেখাতে সাইকোথেরাপিস্ট রেখেছেন পরিচালক উমঙ্গ কুমার।

তবে শুধু শুটিংয়ের মাঝে নয়, ছবির কাজ যতদিন চলবে নিজের জন্য ২৪ ঘণ্টাই সাইকোথেরাপিস্টের ব্যবস্থা করেছেন প্রিয়াঙ্কা। সর্বক্ষণই তাঁর খেয়াল রাখছেন মনরোগ বিশেষজ্ঞ।

First Published: Tuesday, June 25, 2013, 14:40


comments powered by Disqus