Last Updated: Monday, February 18, 2013, 15:01
বীরাপ্পনের চার সহযোগীর প্রাণদণ্ডের আদেশে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। গত বুধবারই চন্দন দস্যু বীরাপ্পনের চার সহচর জ্ঞানপ্রকাশম, সিমন, মীসেকর মাদাইয়া এবং বিলাভেন্দ্রনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।