Last Updated: Sunday, May 12, 2013, 21:15
সারদা সাম্রাজ্য পতনের জন্য সংস্থার বেশকিছু এজেন্ট ও কর্মীদের দিকেই আঙুল তুলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সে তালিকায় উপরের দিকেই নাম রয়েছে বারুইপুরের এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বার। দক্ষিণ চব্বিশ পরগনার বেতাজ বাদশা বুম্বা একসময়ে এলাকা থেকে মাসে বারো কোটি টাকার ব্যবসা দিলেও, পরের দিকে সুদীপ্ত সেনের সই জাল করে চালু করেন নকল পলিসি তৈরির কারবার।