Last Updated: Saturday, September 29, 2012, 21:56
মুশকিল আসান ট্রাফিক ডাক্তার। খবর পেলেই দুচাকার যানে মেটারনিটি হাসপাতাল নিয়ে হাজির ট্রাফিক কর্তা মানা জোক্কোসাং। যানজটে ভরা ব্যাঙ্ককের রাস্তায় প্রসূতি মায়েদের ভরসা ট্রাফিক কর্তা মানা জোক্কোসাং। রাস্তায় গাড়ি আটকে গেলেও নো পরোয়া। হাজির ট্রাফিক ডাক্তার। দক্ষ চিকিত্সকের মতোই সন্তান প্রসব করিয়ে মায়ের কোলে তুলে দেন সদ্যজাতকে।