Last Updated: Monday, February 25, 2013, 13:12
ফের প্রশ্নপত্র বিভ্রাট মাধ্যমিকের প্রথম দিনেই । অভিযোগ, এক সিলেবাসের
ছাত্রীদের দেওয়া হল অন্য সিলেবাসের প্রশ্নপত্র। ঘটনা রাসবিহারী এলাকার
অন্ধ্র হাইস্কুলের। বেলতলা গার্লস স্কুলের সীট পড়েছিল এই স্কুলে। অভিযোগ,
শুধুমাত্র দশম শ্রেনীর বিষয়ের ওপরেই যেসব ছাত্রীদের পরীক্ষা দেওয়ার কথা
ছিল, তাদের দেওয়া হয় দশম ও নবম শ্রেনীর পাঠ্য বিষয়ের ওপর তৈরি প্রশ্ন।