Last Updated: Sunday, October 28, 2012, 21:34
মনমোহন সরকারের ইতিহাসে মন্ত্রিসভার সর্ববৃহৎ রদবদল হয়ে গেল। কিন্তু রাজধানীর আকাশে বাতেস সবচেয়ে বড় প্রশ্ন এতবড় রদবদল করে জনগণের আস্থা ফিরবে কি? কংগ্রেস কিন্তু এই রদবদল থেকে অক্সিজেন পেতে মরিয়া। বিজেপি আবার রদবদল নিয়ে ঠাট্টা মেতেছে। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন মোট ২২জন মন্ত্রী। যার মধ্যে ৭জন পূর্ণ মন্ত্রী। আইনমন্ত্রক থেকে সরিয়ে বিদেশমন্ত্রী করা হল সলমন খুরশিদকে।