Last Updated: May 11, 2013 14:40

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে একহাত নিলেন ভারতীয় জনতা পার্টি প্রধান রাজনাথ সিং। দিল্লির সরকার সবরকম ভাবে ব্যার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনাথ। রাজধানী দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রধান বলেন, "মনমোহন সরকারের জন্য দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।"
বিজেপি প্রধান অভিযোগ করেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার জন্য ইউপিএ সরকারই দায়ী বলে মন্তব্য করেছেন রাজনাথ। সরকার পক্ষকে ঠুকতে, লাদাক সীমান্তে চিন সেনার ১৯ কিলোমিটার ঢুকে পড়ার প্রসঙ্গ টেনে এনেছেন বিজেপি প্রধান।
তিনি এও বলেন, চিন যখন নানা ভাবে ভারতকে চাপে ফেলতে মরিয়া। সেই সময় বেজিং সরফে গিয়েও ইস্যুটিকে কুটনৈতিক ভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ।
দেশের অর্থনীতির বৃদ্ধিতেও ডাহা ফেল ইউপিএ সরকার। মত বিজেপির। দেশের অর্থিকবৃদ্ধির হারের কথা উল্লেখ করে সাধরণ মানুষের আয় বাড়ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
First Published: Saturday, May 11, 2013, 14:40