Last Updated: Monday, October 15, 2012, 10:26
পিতৃ পক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আজ মহালয়া। শরতের ভোরে রেডিও-র সিগনেচার টিউনের পর, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গে সঙ্গে বাঙালির উত্সবের সূচনা। শিউলির গন্ধ, কাশফুলের দোলায়, আগমনীর সুরে শারদীয়ার শুরু। বনেদি বাড়ির ঠাকুরদালান কিংবা কুমোরটুলির স্টুডিওয় প্রথা মেনে প্রতিমার চোখে আজই শেষ তুলির টান দিতে ব্যস্ত শিল্পীরা। মহালয়া মানেই পিতৃতর্পণ। পিতৃপক্ষের অবসানে আজই পিতৃতর্পণের শেষ দিন। উত্সবের প্রাক সময়েই রাজ্যজুড়েই ভোররাত থেকে শুরু হয়ে গেছে পূর্বপুরুষের উদ্দেশ্যে এই রীতি। শহর এবং শহরতলির গঙ্গার ঘাটগুলিতে পিতৃতর্পণে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ।