Last Updated: Friday, September 30, 2011, 15:32
ইয়েমেনের শীর্ষস্থানীয় আল কায়দা জঙ্গি আনোয়ার অল আওলাকির মৃত্যু হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে,কয়েকজন সঙ্গিসহ আওলাকি মারা গিয়েছেন। ২০০৭ সাল থেকে আনোয়ার অল আওলাকি ফেরার ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে "আন্তর্জাতিক সন্ত্রাসবাদী` হিসেবে চিহ্নিত করেছিল।