Last Updated: September 30, 2011 15:32

ইয়েমেনের শীর্ষস্থানীয় আল কায়দা জঙ্গি আনোয়ার অল আওলাকির মৃত্যু হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে,কয়েকজন সঙ্গিসহ আওলাকি মারা গিয়েছেন। ২০০৭ সাল থেকে আনোয়ার অল আওলাকি ফেরার ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে "আন্তর্জাতিক সন্ত্রাসবাদী` হিসেবে চিহ্নিত করেছিল। ইয়েমেনের প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, পূর্ব ইয়েমেনের মারিব প্রদেশে খাশিফ শহর থেকে পাঁচ মাইল দূরে বিমান হানায় নিহত হয়েছেন আওলাকি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে তাঁর গাড়ির কনভয়ে হামলা চালায় মার্কিন বিমান। আনোয়ার অল আওলাকির মৃত্যু জঙ্গি সংগঠন আল কায়দার কাছে বড় ধাক্কা।
First Published: Friday, September 30, 2011, 20:57