Last Updated: Friday, September 30, 2011, 15:22
একের পর এক গোপন কেবল ফাঁস করে মার্কিন প্রশাসনের হাড় হিম করে দিয়েছেন তিনি। তিনি উইকিলিক্সের কর্ণধার জুলিয়েন অ্যাসাঞ্জ। তাঁর আত্মজীবনী হইচই ফেলে দেবে সেটাই তো স্বাভাবিক। বিবিসি কিন্তু জানাচ্ছে। বাস্তবে ঘটেছে ঠিক উল্টো।