অ্যাসাঞ্জের আত্মজীবনী ঝড় তোলেনি বইবাজারে

অ্যাসাঞ্জের আত্মজীবনী ঝড় তোলেনি বইবাজারে

অ্যাসাঞ্জের আত্মজীবনী ঝড় তোলেনি বইবাজারেএকের পর এক গোপন কেবল ফাঁস করে মার্কিন প্রশাসনের হাড় হিম করে দিয়েছেন তিনি। তিনি উইকিলিক্সের কর্ণধার জুলিয়েন অ্যাসাঞ্জ। তাঁর আত্মজীবনী হইচই ফেলে দেবে সেটাই তো স্বাভাবিক। বিবিসি কিন্তু জানাচ্ছে। বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। প্রথম তিন দিনে মাত্র ৬৪৪ কপি বিক্রি হয়েছে অ্যাসাঞ্জের আত্মজীবনী, জুলিয়েন অ্যাসাঞ্জে দ্য আনঅথরাইজড অটোবায়োগ্রাফি। নিয়েলসেন বুকস্ক্যানের হিসেবে, অ্যাসাঞ্জের আত্মজীবনী বইবিক্রির দৌড়ে ৫০ নম্বরে আছে। এক নম্বরে আছে জেফরি আর্চারেরে ওনলি টাইম উইল টেল। তবে ওই বই নিয়ে বিতর্কও রয়েছে। অ্যাসাঞ্জের দাবি, তাঁর অনুমতি না নিয়েই বইটি প্রকাশ করেছে প্রকাশনাসংস্থা ক্যানোগেট। প্রকাশন সংস্থাও পিছু হটতে নারাজ। তাঁদের দাবি, আত্মজীবনীর জন্য অ্যাসাঞ্জ এক ভুতুড়ে লেখকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু পরে ভুতুড়ে কারণে অ্যাসাঞ্জে পিছিয়ে গিয়ে চুক্তি বাতিলের চেষ্টা করেন। সে তো গেল লেখকের সঙ্গে বিতর্ক. কিন্তু বই বিক্রি কম কেন?প্রকাশন সংস্থা ক্যানোগেটের ব্যাখ্যা, বইটির প্রচারের তেমন কোনও ব্যবস্থাই করা হয়নি। হইচইও তেমন করা হয়নি. তবে ইতিমধ্যেই বইটির জন্য ১০ টি আন্তর্জাতিক চুক্তি হয়ে গিয়েছে।

First Published: Friday, September 30, 2011, 15:22


comments powered by Disqus