মিতালি রাজ - Latest News on মিতালি রাজ| Breaking News in Bengali on 24ghanta.com
ধোনিরা পাক বধ করলেও ঝুলনরা ব্যর্থ

ধোনিরা পাক বধ করলেও ঝুলনরা ব্যর্থ

Last Updated: Monday, October 1, 2012, 21:32

টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিরা অনায়াসে পাকিস্তানকে হারালে কি হবে, মিতালিরাজ- ঝুলনরা কিন্তু হেরে গেলেন। ভারতীয় মহিলাদের হারিয়ে রবিবারের মেগাম্যাচে হারের প্রতিশোধটা কিছুটা হলেও মেটালো পাকিস্তানের প্রমিলা বাহিনী। সেই সঙ্গে সব কটি ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।