ধোনিরা পাক বধ করলেও ঝুলনরা ব্যর্থ

ধোনিরা পাক বধ করলেও ঝুলনরা ব্যর্থ

ধোনিরা পাক বধ করলেও ঝুলনরা ব্যর্থটি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিরা অনায়াসে পাকিস্তানকে হারালে কি হবে, মিথালিরাজ- ঝুলনরা কিন্তু হেরে গেলেন। ভারতীয় মহিলাদের হারিয়ে রবিবারের মেগাম্যাচে হারের প্রতিশোধটা কিছুটা হলেও মেটালো পাকিস্তানের প্রমিলা বাহিনী। সেই সঙ্গে সব কটি ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 

পাক দলের কাছে গ্রুপ লিগের শেষ ম্যাচে মাত্র এক রানে হারে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে ভারতের সামনে জয়ের টার্গেট রাখে মাত্র ৯৯ রান। ৯১ রানে চার উইকেট হারালেও ঝুলন গোস্বামী যেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তাতে কখনও মনে হয়নি ভারত হারতে পারে। দলের তিরাশি রানের মাথায় ঝুলন ফিরতেই ভারত বিপাকে পড়ে। শেষ দিকে নাদা দিরের অনবদ্য বোলিং ভারতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয়। কুড়ি ওভারে আট উইকেট খুইয়ে ৯৭ রান তুলে হেরে যায় ভারত। 

First Published: Monday, October 1, 2012, 21:32


comments powered by Disqus