Last Updated: Thursday, March 28, 2013, 17:45
বাংলা ছবি ও টলিউড ইন্ডাস্ট্রির প্রচার বাড়াতে এবার কানস ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন প্রসেনজিত্। সেখানেই আগামী ছবি হনুমান.কম নিয়েও কথা বলবেন তিনি। কানস প্রসঙ্গে প্রসেনজিত্ জানালেন, "হ্যাঁ, আমি এই মে মাসে কানস যাচ্ছি। যদিও আমি আমার আগামী ছবি হনুমান.কম নিয়ে কথা বলব, ফেস্টিভ্যালে হনুমান.কম দেখানো হবে না।