Last Updated: Sunday, October 23, 2011, 15:03
অ্যামিকাস ক্যুরা অর্থাত্ আদালত নিযুক্ত আইনজীবী রাজু রামচন্দ্রনের রিপোর্টের ভিত্তিতে জাকিয়া জাফরি মামলায় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করার সুপারিশ করা হতে পারে। রিপোর্টে আইপিএস অফিসার সঞ্জীব ভাট সহ অন্যান্য সাক্ষীদের নতুন করে সাক্ষ্য নেওয়ার কথাও বলা হয়েছে।