Last Updated: Wednesday, March 6, 2013, 20:11
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের স্মরণে মৌন মিছিল হল কলকাতায়। মৌন মিছিলের ডাক দেয় বামফ্রন্ট এবং বিভিন্ন বামপন্থী দল। বিকেলে লেনিন মূর্তি থেকে শুরু হয় মিছিল। মিছিলে ছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় বাম নেতৃত্ব। যোগ দেন অন্যান্য বাম দলের কর্মী সমর্থকেরাও।