শাভেজ স্মরণে মৌন কলকাতা

শাভেজ স্মরণে মৌন কলকাতা

শাভেজ স্মরণে মৌন কলকাতা ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের স্মরণে মৌন মিছিল হল কলকাতায়। মৌন মিছিলের ডাক দেয় বামফ্রন্ট এবং বিভিন্ন বামপন্থী দল। বিকেলে লেনিন মূর্তি থেকে শুরু হয় মিছিল। মিছিলে ছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় বাম নেতৃত্ব। যোগ দেন অন্যান্য বাম দলের কর্মী সমর্থকেরাও। উগো শাভেজ ছিলেন গোটা বিশ্বে সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রতীক। প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বলেন সিপিআইএম নেতা নিরুপম সেন। মিছিল শেষ হয় কলেজ স্কোয়ারে।

দু`বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। চারবার অস্ত্রোপচার হয়েছিল। তবু জীবনীশক্তিতে ভাঁটা পড়তে দেননি। সেই শাভেজই মঙ্গলবার রাজধানী ক্যারাকাসে সামরিক হাসপাতালে চিরঘুমে চলে গেলেন। মৃত্যু এসে তাঁর ১৪ বছরের শাসনকালে পূর্ণচ্ছেদ টেনে দিল। আগামী ৮ মার্চ প্রয়াত প্রেসিডেন্টের অন্ত্যেষ্টি।

First Published: Wednesday, March 6, 2013, 20:11


comments powered by Disqus