ম্যানচেস্টার ইউনাটেড - Latest News on ম্যানচেস্টার ইউনাটেড| Breaking News in Bengali on 24ghanta.com
মেসিদের উজ্জ্বলতার মাঝে ফিকে বায়ার্ন

মেসিদের উজ্জ্বলতার মাঝে ফিকে বায়ার্ন

Last Updated: Wednesday, October 3, 2012, 17:34

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলো বেশ ভালই খেলল। চেলসি থেকে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাটেড থেকে ভ্যালেন্সিয়া, সবাই জয় পেল।তবে বায়ার্ন মিুনিখ অপ্রত্যাশিতবাবে হেরে গেল। জার্মানির এই তারকা ঠাসা দল ১-৩ গোলে হারল বাতে বরিসোভার বিরুদ্ধে।