মেসিদের উজ্জ্বলতার মাঝে ফিকে বায়ার্ন

মেসিদের উজ্জ্বলতার মাঝে ফিকে বায়ার্ন

মেসিদের উজ্জ্বলতার মাঝে ফিকে বায়ার্নমঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলো বেশ ভালই খেলল। চেলসি থেকে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাটেড থেকে ভ্যালেন্সিয়া, সবাই জয় পেল। তবে বায়ার্ন মিউনিখ অপ্রত্যাশিতবাবে হেরে গেল। জার্মানির এই তারকা ঠাসা দল ১-৩ গোলে হারল বাতে বরিসোভার বিরুদ্ধে।
গতবারের চ্যাম্পিয়ন চেলসি জিতল ৪-০ গোলে ড্যানিশ ক্লাব নর্ডোসজায়েল্যান্ডের বিরুদ্ধে। জোড়া গোল করে চেলসিকে জেতালেন মার্তা। অন্যদিকে পর্তুগালের বেনফিকাকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। বার্সার হয়ে গোল দুটি করেন সানচেজ, ফাব্রিগাস। নিজে গোল না পেলেও দারুণ খেললেন মেসি। পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে সিএফআর ক্লুজের বিরুদ্ধে।

First Published: Wednesday, October 3, 2012, 17:34


comments powered by Disqus