রঙ্গন চক্রবর্তী - Latest News on রঙ্গন চক্রবর্তী| Breaking News in Bengali on 24ghanta.com
শাশ্বত, রাইমার এগারো অবতার

শাশ্বত, রাইমার এগারো অবতার

Last Updated: Tuesday, March 26, 2013, 15:28

দশঅবতার ছবিতে দশটি বিভিন্ন লুকে দেখা গিয়েছিল কমল হাসানকে। শিবাজি, দ্য বস ছবিতে একাধিক রূপে দেখা গিয়েছিল রজনীকান্তকে। এবারে সেই জুতোয় পা গলাতে চলেছেন টলিউডের অলরাউন্ডার শাশ্বত চ্যাটার্জি। সঙ্গে রয়েছেন রাইমাও।