Last Updated: March 26, 2013 15:28

দশঅবতার ছবিতে দশটি বিভিন্ন লুকে দেখা গিয়েছিল কমল হাসানকে। শিবাজি, দ্য বস ছবিতে একাধিক রূপে দেখা গিয়েছিল রজনীকান্তকে। এবারে সেই জুতোয় পা গলাতে চলেছেন টলিউডের অলরাউন্ডার শাশ্বত চ্যাটার্জি। সঙ্গে রয়েছেন রাইমাও।
রঙ্গন চক্রবর্তীর আগামী ছবি বাড়ি তার বাংলার একটি গানে এগারটি ভিন্ন অবতারে দেখা যাবে শাশ্বত ও রাইমাকে। গানে রূপচাঁদ(শাশ্বত) ড. অবন্তী বসুর(রাইমা) সঙ্গে দেখা করে বাঙালির সুকুমার ইতিহাস বর্ণনা করে। গানে শাশ্বত ও রাইমা বিভিন্ন সময়ে পৌঁছে গিয়ে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বর্ণনা করবে। গানের কোরিওগ্রাফি করছেন দেবরাজ ঘোষাল। শাশ্বত ও রাইমার লুকের দায়িত্বে রয়েছেন অনিরূদ্ধ চাকলাদার।
First Published: Tuesday, March 26, 2013, 16:34