Last Updated: Friday, November 23, 2012, 22:21
রাজ্য মন্ত্রিসভায় রদবদলের পর তৃণমূল কংগ্রেসের ঘরের লড়াই এখন তুঙ্গে। অভিজ্ঞ বিধায়কদের এবারও কেন মন্ত্রিসভায় ঠাঁই হল না? কোন যুক্তিতে কংগ্রেস ছেড়ে এসে একেবারে ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? এমনই সব প্রশ্নকে ঘিরে ক্ষোভে ফুটছে তৃণমূলের একাংশ। কৃষি দফতরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে বেচারাম মান্না। শ্যামল মণ্ডলকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করে তাঁর জায়গায় মন্টুরাম পাখিরা। রচপাল সিংয়ের হাত থেকে গুরুত্বপূর্ণ দফতর কেড়ে নিয়ে তুলে দেওয়া হয়েছে সদ্য কংগ্রেস থেকে আসা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর হাতে।