Last Updated: Tuesday, March 26, 2013, 15:06
খুবসুরতে সোনমের পর এবার সীতা অওর গীতা ছবিরে রিমেকে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবিতে যমজ বোনের ভূমিকায় অভিনয় করছিলেন হেমা মালিনী। ছবির রিমেকে এই প্রথম ডবল রোলে দেখা যাবে ক্যাটরিনাকে।