Last Updated: March 26, 2013 15:06

খুবসুরতে সোনমের পর এবার সীতা অওর গীতা ছবিরে রিমেকে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবিতে যমজ বোনের ভূমিকায় অভিনয় করছিলেন হেমা মালিনী। ছবির রিমেকে এই প্রথম ডবল রোলে দেখা যাবে ক্যাটরিনাকে।
রিমেক পরিচালনা করবেন রমেশ সিপ্পি। রমেশের ছেলে রোহন একটি ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাতকারে ছবিতে ক্যাটরিনার অভিনয় করার কথা জানিয়েছেন। হেমা মালিনীর রোলে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ক্যাটও। তবে ছবির মুক্তির দিন এখনও জানা যায়নি। তাই পর্দায় ক্যাটরিনার ডবল ম্যাজিক দেখতে দর্শকদের অপেক্ষায় থাকতে হবে বেশ কিছুদিন।
First Published: Tuesday, March 26, 2013, 15:06