Last Updated: Saturday, August 17, 2013, 19:14
ইস্টার্ণ মেট্রোপলিটান বাইপাস থেকে রুবি হাসপাতাল। টালিগঞ্জের এমজি রোড থেকে হরিদেবপুর। শহরের অন্যতম দুই গুরুত্বপূর্ণ রাস্তার খানা খন্দ ঢাকতে রাতারাতি শুরু হয়েছে প্যাচওয়ার্কের কাজ। পরিস্থিতি কিছুটা ভাল হলেও রোগ সারেনি পুরোপুরি। ফলে মোটের ওপর যানযন্ত্রণার ছবিটা তেমন বদলায়নি বলেই অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা।