Last Updated: Wednesday, June 18, 2014, 09:55
যাত্রী সুরক্ষা পরিদর্শনে দুর্ঘটনার কবলে পড়লেন রেলের সেফটি কমিশনার, হাওড়ার ডিআরএম এবং কয়েকজন রেলকর্তা। মঙ্গলবার কালনা থেকে ধাত্রীগ্রাম পর্যন্ত ডাবল লাইন পরিদর্শনে যান রেলওয়ে সেফটি কমিশনার পি কে বাজপেয়ী, হাওড়ার ডিআরএমসহ রেলের কয়েকজন উচ্চপদস্থ অফিসার।