যাত্রী সুরক্ষা দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে রেলের সেফটি কমিশনার

যাত্রী সুরক্ষা দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে রেলের সেফটি কমিশনার

যাত্রী সুরক্ষা দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে রেলের সেফটি কমিশনারযাত্রী সুরক্ষা পরিদর্শনে দুর্ঘটনার কবলে পড়লেন রেলের সেফটি কমিশনার, হাওড়ার ডিআরএম এবং কয়েকজন রেলকর্তা। মঙ্গলবার কালনা থেকে ধাত্রীগ্রাম পর্যন্ত ডাবল লাইন পরিদর্শনে যান রেলওয়ে সেফটি কমিশনার পি কে বাজপেয়ী, হাওড়ার ডিআরএমসহ রেলের কয়েকজন উচ্চপদস্থ অফিসার।

বাঘনাপাড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয় তাঁদের ইন্সপেকশন ট্রেন। ট্রেনের কামরায় জডিয়ে যায় হাই টেনশন তার। তবে রক্ষা পেয়েছেন রেলওয়ে সেফটি কমিশনার। সামান্য আঘাত লাগে ডিআরএমের। একজন রেলকর্তার হাত ভেঙে যায়। মাথাও ফাটে আরেকজনের। প্রথমে আহতদের ভর্তি করা হয় কালনা হাসপাতালে।

পরে তাঁদের পাঠানো হয় হাওড়ায় রেলের হাসপাতালে। দুর্ঘটনার জেরে ক্ষতি হয় ইনসপেকশন ট্রেনেরও। রেলের সেফটি কমিশনারের উপস্থিতিতে কীভাবে ঘটল এই দুর্ঘটনা, সেনিয়ে নড়েচড়ে বসেছে রেল প্রশাসন।

First Published: Wednesday, June 18, 2014, 09:57


comments powered by Disqus