Last Updated: Monday, October 10, 2011, 16:29
মহাকরণে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও ডানলপ নিয়ে জট কাটল না। বরং সমস্যা সমাধানের দায় পরস্পরের উপরে চাপাল দুপক্ষ। ডানলপের পুনর্গঠনে সরকারের কাছে ওয়ার্কিং ক্যাপিটাল চায় ডানলপ কর্তৃপক্ষ। কিন্তু শিল্পমন্ত্রীর প্রশ্ন, সরকার কেন ওয়ার্কিং ক্যাপিটাল দেবে। উপরন্তু ডানলপের জমিতে কারখানাই গড়তে হবে বলে বৈঠকের পর জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।