Last Updated: Sunday, February 17, 2013, 22:47
গার্ডেনরিচ কাণ্ডে ধৃত তিনজনকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালাল সিআইডি। রবিবার রাতে ধৃত তিনজনকে নিয়ে যান সিআইডির গোয়েন্দারা গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ এলাকায় তল্লাশি চালান। গার্ডেনরিচ থেকে ২০টি বোমা, একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়। মেটিয়াবুরুজ থেকে উদ্ধার হয় ১৮টি বোমা। উদ্ধার হওয়া পিস্তল থেকেই গুলি কিনা জানতে ব্যালেস্টিক পরীক্ষার জন্য পিস্তলটি পাঠানো হচ্ছে।