Last Updated: Tuesday, February 26, 2013, 15:05
উনত্রিশে পা দিলেন বীনা মালিক। জন্মদিনে তাঁর রেজলিউশন, এক মিনিটে সর্বাধিক চুম্বনের গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ভঙ্গ করবেন তিনি। তাঁর ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে বীনাকে চুম্বনের জন্য। মিনিটে ১০০ বারেরও বেশি চুম্বন করে এই বিশ্বরেকর্ড ভঙ্গের শপথ নিয়েছেন নতুন বলি বেব।