Last Updated: Thursday, July 11, 2013, 20:29
বলিউড মানেই লার্জার দ্যান লাইফ। যশরাজের হাত ধরে বিদেশ পাড়ি দিয়েছিল হিন্দি ছবি। আল্পস থেকে সুইজারল্যান্ড, ইটালি, ভেনিস, ভারতীয় ছবির বদান্যতা পেয়েছে গোটা পৃথিবীই প্রায়। তবে এই দশকের পরিচালকদের আর তেমন টানে না বিদেশ। বরফের দেশে শিফ শাড়িতে নায়ক-নায়িকার প্রেম দৃশ্যও হলমুখী করে না দর্শকদের। হিটের তালিকায় সকলকে পিছনে ফেলে দেয় দাবাং বা বরফির মত আদ্যপান্ত দেশে শুটিং হওয়া ছবিই। তাই পরিচালকরাও এখন লোকেশন খুঁজতে মন দিচ্ছেন দেশের অনামী, অপূর্ব জায়গায়।