Last Updated: Friday, May 11, 2012, 17:23
কলকাতায় আসছেন ক্রিকেটের শতরানের শহেনশাহ। স্বাভাবিকভাবেই, রাজকীয় সম্বর্ধনার আয়োজনে সাজো-সাজো রব শহরে। সচিনের সংবর্ধনার জন্য কলকাতা জুড়ে মোট ১০০টি কাট আউট লাগানো হয়েছে। সংবর্ধনার দিন দর্শকদের জন্য ৬ হাজার ৪০০টি সচিনের পোস্টারও তৈরি করা হয়েছে।