Last Updated: Tuesday, February 19, 2013, 22:35
বলিউডে এসেছেন এখনও বছরও ঘোরেনি। এর মধ্যেই জনপ্রিয়তার নিরিখে বলিউডের প্রায় হেভিওয়েটদের পিছনে ফেলে দিলেন সানি লিওন। একটি জনপ্রিয় আন্তর্জাতিক মাসিক রেটিং অন্তত সেকথাই বলছে। এই মুহূর্তে সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় বলিউড তারকার নাম সানি লিওন।