সানির কাছে হার সল্লুর

সানির কাছে হার সল্লুর

সানির কাছে হার সল্লুর বলিউডে এসেছেন এখনও বছরও ঘোরেনি। এর মধ্যেই জনপ্রিয়তার নিরিখে বলিউডের প্রায় হেভিওয়েটদের পিছনে ফেলে দিলেন সানি লিওন। একটি জনপ্রিয় আন্তর্জাতিক মাসিক রেটিং অন্তত সেকথাই বলছে। এই মুহূর্তে সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় বলিউড তারকার নাম সানি লিওন।

কিছুদিন আগেই টুইটারে কমল আর খানের সঙ্গে সানির তরজা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৩.৫ কোটির ওপর সার্চ হয়েছে। সানির পরেই রয়েছেন ক্যাটরিনা কাইফ। মোট ১.৬ কোটি বার সার্চড হয়েছেন ক্যাটরিনা। তিন নম্বরে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। টানা দু`বছর প্রচারের আলোয় না থেকেও ১.১ কোটি বার সার্চড হয়েছেন বচ্চন বহু। কোনও মতে এক কোটির কোঠা ছুঁয়ে চতুর্থ স্থানে রয়েছেন সল্লু মিঞা। শেষ পাঁচে জায়গা পেয়েছেন বলিউডের বেগম বেবো করিনা কপুরও(৮৭ লক্ষ)।

সেরা দশে রয়েছেন আমির খান, অক্ষয় কুমার, বিদ্যা বালন, কাজল আগরওয়াল ও মল্লিকা শেরাওয়াত।

First Published: Tuesday, February 19, 2013, 22:35


comments powered by Disqus