Last Updated: Thursday, October 6, 2011, 08:57
প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ছ`জন সন্দেহভাজনকে গ্রেফতার করল আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ। ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি-র মুখপাত্র লুত্ফুল্লা মশাল বলেছেন, ""শিক্ষিত এবং বিপজ্জনক এক দল শিক্ষক এবং ছাত্র প্রেসিডেন্ট কারজাইয়ের উপরে হামলার ষড়যন্ত্র করেছিল। এমনকী, তারা প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় অনুপ্রবেশ করেছিল এবং তাঁরই এক জন দেহরক্ষীকে হত্যার কাজে নিযুক্ত করেছিল।