Last Updated: Tuesday, April 23, 2013, 20:06
অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলেন না চিটফান্ড কেলেঙ্কারির হোতা সুদীপ্ত সেন। পুলিসের জালেই ধরা পড়তে হল সুদীপ্তকে। বিধাননগর কমিশারেটের ডিসি ডিডি অর্ণব ঘোষ সাংবাদিক সম্মেলনে জানান, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, অরবিন্দ সিং চৌহানকে আজ গ্রেফতার করা হয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়েছে হোটেল স্নো ল্যান্ড থেকে। অর্ণব ঘোষ জানান, গান্ডেওয়াল ডিস্ট্রিক্ট পুলিসের মাধ্যমে তাঁরা এই খবর পান।