Last Updated: Sunday, October 28, 2012, 18:33
কানাডার পশ্চিম উপকূলে ভূমিকম্পের জেরে হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করল প্রশান্ত মাহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। রবিবার তীব্র ভুমিকম্প অনুভুত হয় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কুইন্স শার্লট দ্বীপে। রিখটার স্কেল ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৭। এর পরেই প্রশান্ত মাহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক বার্তা জারি করে।