Last Updated: Friday, January 27, 2012, 21:38
একজন বলিউডের গডফাদার বিগ বি, অন্যজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার রজনীকান্ত। আবার বড় পর্দায় এক সঙ্গে দেখা যাবে দু`জনকে। ১৯৯১ সালে মুকুল এস আনন্দের `হাম` ছবিতে শেষবারের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল দু`জনকে। ১১ বছর পর ফের দুই মহারথীকে এক করতে চলেছেন পুরী জগন্নাথ।