Last Updated: October 2, 2012 18:09

বছরের মাঝামাঝি সময়ে সুপারস্টার শ্বশুরের মৃত্যু। তার কয়েক মাস পরই অক্ষয় কুমারের জীবনে এসেছে সবথেকে আনন্দের মুহূর্ত। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছেন অক্ষয়। আর তাই মৃত শ্বশুরের প্রতি শ্রদ্ধা জানাতে সদ্যজাত কন্যাকে রাজেশ খান্নার নাম দিলেন খিলাড়ি। সুপারস্টারের নাতনির নাম নিতারা খান্না-ভাটিয়া।
একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, কাকার মৃত্যুর পর থেকেই নাকি অক্ষয় ভেবে নিয়েছিলেন তাঁর নিজের সঙ্গে দাদুর পদবীও বহন করবে সদ্যজাত। `ও মাই গড` মুক্তির কিছুদিন আগেই মেয়ের জন্মকে অক্ষয় লাকি চার্মও মনে করছেন। বোনের জন্মে খুশি অক্ষয়-টুইঙ্কলের ১০ বছরের ছেলে আরভও।
আপাতত মেয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অক্ষয়। খুব তাড়াতাড়ি মেয়ের নাম অফিশিয়ালি ঘোষনাও করবেন অক্ষয়-টুইঙ্কল।
First Published: Tuesday, October 2, 2012, 18:18