Last Updated: Thursday, May 23, 2013, 20:31
প্রায় এক দশক ধরে সলমনের বিয়ের চিন্তায় ঘুম হচ্ছে না ভারতীয় দর্শকের। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ে নিয়ে বারবারই বিভিন্ন গল্পো ফেঁদেছেন ভক্তরা। এবার বোধহয় তাদের প্রতীক্ষা শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে রোমানিয়ান টেলিভিশন অভিনেত্রী লুলিয়া ভ্যানচুরকে মন দিয়ে ফেলেছেন সলমন।