Last Updated: May 23, 2013 20:31

প্রায় এক দশক ধরে সলমনের বিয়ের চিন্তায় ঘুম হচ্ছে না ভারতীয় দর্শকের। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ে নিয়ে বারবারই বিভিন্ন গল্পো ফেঁদেছেন ভক্তরা। এবার বোধহয় তাদের প্রতীক্ষা শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে রোমানিয়ান টেলিভিশন অভিনেত্রী লুলিয়া ভ্যানচুরকে মন দিয়ে ফেলেছেন সলমন।
তবে খবর উড়িয়ে দিয়েছেন সলমনের বাবা সেলিম খান। সেলিম জানিয়েছেন, কিছুই না, এরকম কিছুই হয়নি! কাজের প্রয়োজনে সলমনকে অনেক জায়গায় যেতে হয়, অনেক মানুষের সঙ্গে আলাপ হয়। লুলিয়া ওর একজন বন্ধু। আর কিছুই না।
সম্প্রতি মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে লুলিয়ার সঙ্গে দেখা গেছে সলমনকে। সূত্র খবর, দু`বছর আগে বিদেশে একটি ট্যুরে গিয়ে লুলিয়ার সঙ্গে আলাপ হয় সলমনের।
First Published: Thursday, May 23, 2013, 20:31