Last Updated: Thursday, June 27, 2013, 18:45
ফেসবুকে কৃষ থ্রি-র ফার্স্ট লুক নিয়ে এলেন হৃতিক রোশন। এই প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনও বলিউডি ছবির প্রথম পোস্টার দেখতে পেলেন দর্শকরা। ডিজিটাল পোস্টার রিলিজের পর ভক্তদের সঙ্গে লাইভ ভিডিও চ্যাটও করেন হৃতিক।