Last Updated: June 27, 2013 18:45

ফেসবুকে কৃষ থ্রি-র ফার্স্ট লুক নিয়ে এলেন হৃতিক রোশন। এই প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোনও বলিউডি ছবির প্রথম পোস্টার দেখতে পেলেন দর্শকরা। ডিজিটাল পোস্টার রিলিজের পর ভক্তদের সঙ্গে লাইভ ভিডিও চ্যাটও করেন হৃতিক।
এর আগে হৃতিকের সুপারহিরো লুকের একটি সাইড প্রোফাইল পোস্টার রিলিজ করা হয়েছিল। মাস্ক পরা কৃষের মুখ রহস্য তৈরি করেছিল দর্শকদের মনে। আগামী ৮ অগাস্ট মুক্তি পাচ্ছে কৃষ থ্রি-র ট্রেলর। ওইদিনই মুক্তি পাবে শাহরুখ-দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস।
রাকেশ রোশন প্রযোজিত কৃষ থ্রিতে হৃতিক ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রওনাত, বিবেক ওবেরয় ও শৌর্য চৌহান। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে কৃষ থ্রি।
কৃষ থ্রি ডিজিটাল পোস্টার দেখতে ক্লিক করুন
First Published: Thursday, June 27, 2013, 20:52