Last Updated: Monday, November 18, 2013, 22:17
পড়াশোনায় বরাবর তুখোড়। শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং, আইআইএম থেকে এমবিএ। এরপর বিদেশে চাকরি। সেখানেও ভাল পারফরমেন্স। সবকিছুই ঠিকঠাক চলছিল। তাহলে কী এমন ঘটল, যা সৌম্য ভট্টাচার্যকে এভাবে মানসিক অবসাদের দিকে ঠেলে দিল? যার জেরে নিজের এবং সঙ্গে মার প্রাণও কেড়ে নিতে দু-বার ভাবলেন না তিনি!