সৌরঝড় - Latest News on সৌরঝড়| Breaking News in Bengali on 24ghanta.com
সৌরঝড়ে মোবাইল খারাপ হওয়ার আশঙ্কা নাসার

সৌরঝড়ে মোবাইল খারাপ হওয়ার আশঙ্কা নাসার

Last Updated: Wednesday, August 21, 2013, 23:58

পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে সৌরঝড়। বুধবার এমনই পূর্বাভাস দিল নাসা। নাসা জানায়, মঙ্গলবার মহাকাশে সৌরকণার নিষ্ক্রমণের ফলে লক্ষ লক্ষ কণিকা নির্গত হয়েছে। যার ফলে মহাকাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ায় আগামী শুক্রবারের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে সৌরঝড়।