Last Updated: Wednesday, October 19, 2011, 18:49
শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী প্রমেয়ানন্দের শেষকৃত্য অনুষ্ঠান। সকাল থেকে বেলুড় মঠে চোখের জলে স্বামী প্রমেয়ানন্দকে শেষ বিদায় জানাতে হাজির হন অগণিত ভক্তরা। গতকাল সকাল আটটা পঁচিশ মিনিটে শ্বেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।