শুক্রবার স্বামী প্রমেয়ানন্দের শেষকৃত্য, Prameyananda funeral today

শুক্রবার স্বামী প্রমেয়ানন্দের শেষকৃত্য

শুক্রবার স্বামী প্রমেয়ানন্দের শেষকৃত্যশুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী প্রমেয়ানন্দের শেষকৃত্য অনুষ্ঠান। সকাল থেকে বেলুড় মঠে চোখের জলে স্বামী প্রমেয়ানন্দকে শেষ বিদায় জানাতে হাজির হন অগণিত ভক্তরা। গতকাল সকাল আটটা পঁচিশ মিনিটে শ্বেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকালই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে স্বামী প্রমেয়ানন্দের মরদেহ বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত মহারাজের মরদেহ রাখা রয়েছে। বেলা সাডে বারোটা নাগাদ শেষকৃত্য। তার আগে প্রমেয়ানন্দের মরদেহ নিয়ে বেলুড় মঠ প্রদক্ষিণ করবেন আশ্রমের সন্যাসী, আবাসিক এবং ভক্তেরা। শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী প্রমেয়ানন্দের শেষকৃত্য অনুষ্ঠান। সকাল থেকে বেলুড় মঠে চোখের জলে স্বামী প্রমেয়ানন্দকে শেষ বিদায় জানাতে হাজির হন অগণিত ভক্তরা।

First Published: Friday, October 21, 2011, 22:24


comments powered by Disqus